বালিয়াকান্দিতে জেলা পরিষদের জায়গা দখল করে বহুতল ভবন নির্মান কাজ শুরু

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণপত্যায় জেলা পরিষদের জায়গা দখল করে এক ব্যাক্তি বহুতল ভবন নির্মান কাজ চালিয়ে যাচ্ছে।
জানাগেছে, বালিয়াকান্দি-রাজবাড়ী সড়কের গণপত্যা এলাকায় সড়কের পাশে জেলা পরিষদের জায়গা দখল করে ইসলামপুর ইউনিয়নের হিরনকান্দি গ্রামের রফিক গাজীর ছেলে জসিম গাজী ৩ তলা ভবন নির্মান ১০-১৫ দিন ধরে কাজ চালিয়ে আসছে।

মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখাযায়, ১০-১২জন রাজমিস্ত্রি পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে। তাদের কাছে জিজ্ঞাসা করলে জানান, রফিক গাজীর ছেলে জসিম গাজী কাজ করছে। সরকারী জায়গায় কিভাবে কাজ করছে জানতে চাইলে তারা বলেন, কোন জায়গায় কাজ করছে আমরা বলতে পারবো না। আমাদেরকে কাজের জন্য বলেছে আমরা কাজ করছি।

এব্যাপারে জসিম গাজীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার রেকর্ডিও সম্পত্তিতে আমি ভবন উত্তোলন করছি। তবে জেলা পরিষদের জায়গা রয়েছে সে ব্যাপারে লীজের জন্য আবেদন করা হবে। সংখ্যালঘুদের জমি দখল বিষয়ে প্রশ্ন তুললে উত্তর না দিয়েই ফোন কেটে দেন।
এলাকার সচেতন মহল জেলা পরিষদের জায়গা রক্ষায় কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন।



মন্তব্য চালু নেই