বালিয়াকান্দিতে অগ্নিকান্ডে পাটের গুদামসহ ২১ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভুত
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে সোমবার ভোর রাত ৩ টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডে ২ ব্যবসায়ীর প্রায় ২১ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভুত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
ক্ষতিগ্রস্ত মুদি ব্যবসায়ী বাড়াদী গ্রামের শাহজাহান মন্ডল জানান, রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়ী চলে যাই। রাত ৩ টার দিকে আগুন লাগার খবর পেয়ে দোকানে এসে দেখতে পাই আগুনে পুড়ছে দোকানের মালামাল। কিছুক্ষন পর রাজবাড়ী থেকে ফায়ার সাভিসের সদস্যরা এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে করতে সক্ষম হলেও তার মাল রক্ষা হয়নি।
তার নগদ ৪৩ হাজার টাকা সহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। অপর দিকে সিরাজুল ইসলামের পাটের গুদামে থাকা প্রায় ২০ মন পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বলেছেন বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
মন্তব্য চালু নেই