বলের আঘাতে কোমায় হকি খেলোয়াড় স্যাম ওয়েন!

অজি ক্রিকেটার ফিলিপ হিউজের মৃত্যু দিয়ে শুরু। এরপর ইসরায়েলের আম্পায়ার এবং সবশেষে ইংলিশ হকি খেলোয়াড়। এক সপ্তাহের মধ্যে বলের আঘাতে দুইজনের মৃত্যু আর একজন কোমায়। খেলোয়াড়দের মধ্যে যেন বলের আঘাত পাওয়ার মৌসুম চলছে। যে হকি খেলোয়াড় আঘাতপ্রাপ্ত হয়ে কোমাতে রয়েছেন তার নাম স্যাম ওয়েন।

ইংল্যান্ডে স্থানীয় ব্ল্যাকপুল ক্লাবের হয়ে বোল্টনের বিপক্ষে খেলার সময় তীব্রগতিতে বল মাথায় আঘাত করলে মাঠে লুটিয়ে পড়েন ওই খেলোয়াড়।

জানা গেছে, খেলার প্রথমার্ধে আঘাত পান স্যাম। এরপর তাকে ব্লাকপুল ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ওয়েন।

এদিকে ব্ল্যাকপুল হকি ক্লাবের সভাপতি কর্মকর্তা মার্ক বেইলি বলেন, ‘এখনই তার অবস্থা বলা কঠিন। কেননা আঘাত পাওয়ার পরপরই তাকে কোমায় যেতে হয়েছে। আমাদের ক্লাবের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও ওয়েনের পরিবারের প্রত্যেকেই চিন্তিত।’

উল্লেখ্য, ২৭ বছর বয়সী এই হকি খেলোয়াড় ব্লাকপুলের অধিনায়ক।



মন্তব্য চালু নেই