ইবোলার আক্রমনে আফ্রিকায় মৃতের সংখ্যা সাত হাজার

বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে পশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ হাজারেরও বেশি লোকের মধ্যে প্রায় সাত হাজার মারা গেছে।

বিশ্বস্বাস্থ্য সংস্থা বলছে, পশ্চিম আফ্রিকার সিয়েরালিওন, গিনি ও লাইবেরিয়ায় মোট ১৬ হাজার ১৬৯ জন ইবোলায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছে ছয় হাজার ৯২৮ জন। গত বুধবার সংস্থাটি ইবোলায় মৃতের সংখ্যা পাঁচ হাজার ৬৭৪ বলে উল্লেখ করেছিল। মাত্র দুই দিন পর শুক্রবার এ সংখ্যা এক হাজার ২ শ’রও বেশি বেড়ে গেছে।

তথ্য সংগ্রহে সমস্যার কথা উল্লেখ করে সংস্থাটি এর আগে বলেছিল, তাদের ধারণা ঘোষিত এ সংখ্যার চেয়ে মৃতের সংখ্যা আরো বেশি।

উল্লেখ্য, ইবোলায় আক্রান্ত হয়ে লাইবেরিয়ায় সবচেয়ে বেশি লোক মারা গেছে। দেশটিতে সাত হাজার ২৪৪ জন আক্রান্তের মধ্যে মারা গেছে চার হাজার ১৮১ জন।

সূত্র: নয়াদিগন্ত



মন্তব্য চালু নেই