প্রার্থীদের পক্ষে এমপিদের কাজ করার নির্দেশ
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নিয়ম মেনে দলের সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা যেমন সুষ্ঠু নির্বাচন চাই তেমনি দলের সমর্থিত প্রার্থীদের বিজয় নিয়েও চিন্তা-ভাবনা করতে হবে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এক অনির্ধারিত আলোচনায় তিনি এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, আমি তো মাঝে মধ্যেই বলি বাংলাদেশ দল একদিন বিশ্বকাপ জিতবে। টাইগারদের ধারাবাহিক সাফল্যে খুশি হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর পূর্বাচলে একটি স্টেডিয়াম তৈরি করা হবে বলেও ঘোষণা দেন। যার ধারণ ক্ষমতা হবে ৭০ হাজার দর্শক।
বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, নিয়ম মেনে যার যতটুকু সামর্থ আছে তা নিয়ে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করতে হবে।
ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানান, নির্বাচনী মাঠে প্রার্থীদের পক্ষে যতটুকু করা দরকার তিনি ততটুকু দায়িত্ব পালন করছেন।
মন্তব্য চালু নেই