প্রতিটি কেন্দ্র সরকারি দলের দখলে : মিলন

ঢাকা দক্ষিণের প্রতিটি ভোট কেন্দ্র সরকারি দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন।

লালবাগের আমলীগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।

মিলন অভিযোগ করেন, ‘ইতোমধ্যে বিভিন্ন এলাকায় আমার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। বংশালে আমার পোলিং এজেন্টদের মারধর করা হয়েছে। এ সময় পুলিশ নির্বিকার ছিল।’

তিনি আরও বলেন, ‘পুলিশের ভুমিকাও কোনো কোনো ক্ষেত্রে সরকারি দলের নেতাকর্মীদের মতো। শেষ পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে হবে কিনা- তা নিয়ে সন্দেহ রয়েছে।’

নির্বাচন বয়কট করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটু পরেই আপনাদের জানিয়ে দেওয়া হবে।’

মিলন বলেন, ‘এ নির্বাচন কমিশনরের ভূমিকা সত্যিই প্রশ্নবিদ্ধ। আগে থেকেই আশঙ্কা করেছিলাম, ভোট জালিয়াতি ও কারচুপি হবে। সেটা এখন বাস্তবে হচ্ছে।’



মন্তব্য চালু নেই