পুতিনবিরোধী বিক্ষোভে সরব হাঙ্গেরি

২০১৪ সালের জুন মাসের নতনু বছরে প্রথমবারের মতো হাঙ্গেরি গেলেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। তবে সে দেশের বেশির ভাগ নাগরিক বিষয়টিকে দেখছেন বাঁকা চোখে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর থেকে রাশিয়া দেশটিতে খুব একটা জনপ্রিয় নয়। মঙ্গলবার পুতিন এক টেবিলে বসছেন হাঙ্গেরির প্রধান ভিক্তর ওরবানের সঙ্গে। আর বাইরে রাজপথে জড়ো হয়েছেন ২০০০ মানুষ। তারা পুতিনকে ফিরে যেতে বলছেন। তারা চাইছেন, রাশিয়ার সঙ্গে কোনো আঁতাতে না জড়াক তাদের ইইউভুক্ত দেশ।

রাজপথে পুতিনবিরোধী বিক্ষোভের স্লোগান- পুতিনের জন্যে ‘না,’ ইউরোপের জন্যে হাঁ।’ নাগরিক আশংকা, ‘ভিক্তর ওরবান কিছুটা রুশপন্থী।’ পুতিনের হাঙ্গেরি সফরের পূর্বাহ্নেই একই দেশ সফর করে গেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। সম্প্রতি ইউরোপের রাজনৈতিক পটপরিবর্তন ঘটছে দ্রুততম সময়ে। সে পরিবর্তনে হাঙ্গেরীর পরমাণু কর্মসূচি ও অপরাপর প্রাযুক্তিক সহায়তায় কে অগ্রবর্তী হবে, রাশিয়া না ইউরোপীয় ইউনিয়ন, তা নির্ভর করবে পুতিনের সঙ্গে বৈঠক শেষ হলে।



মন্তব্য চালু নেই