পানীয় জলের উত্‍‌স এবার গোবর!

দিলীপ মজুমদার: পানীয় জলের উত্‍‌স এবার গোবর!

গোবর থেকে পরিশ্রুত পানীয় জল বার করার পদ্ধতি আবিষ্কার করলেন বৈজ্ঞানিকরা। মিশিগন বিশ্ববিদ্যালয়ের রিসার্চাররা ম্যাকলানাইন নিউট্রিয়েন্ট সেপারেশন সিস্টম নামে এই পদ্ধতির সাহায্যের গোবর থেকে জল বার করার কথা জানিয়েছেন।

তাঁরা জানিয়েছেন, এই পদ্ধতির মাধ্যমে গোবর থেকে জল এবং অন্যান্য কেমিক্যাল আলাদা করা যাবে। আর এই পুরো পদ্ধতিতে বাই প্রোডাক্ট হিসেবে শক্তি উত্‍‌পন্ন হয়। গোবর থেকে যে জল পাওয়া যাবে, তা-ও পরিষ্কার এবং পানযোগ্য, এমনই জানিয়েছেন তাঁরা।

এই প্রোজেক্টের সঙ্গে জড়িত প্রফেসর স্টিভ সফরম্যান জানান, ১০০০টি গোরু বছরে গড়ে ১ কোটি গ্যালন গোবর দেয়। এর মধ্যে ৯০ শতাংশ জল থাকে। কিন্তু কার্বন এবং অন্যান্য রাসায়নিকও বেশি পরিমাণে থাকে। যথাযত ব্যবস্থার মাধ্যমে এ সবই আলাদা করা যায়।

এই পদ্ধতির মাধ্যমে ১০০ গ্যালন গোবর থেকে ৫০ গ্যালন জল উত্‍‌পাদন করা যেতে পারে।



মন্তব্য চালু নেই