পাকিস্তানে আরো ৯ জনের ফাঁসি কার্যকর

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কয়েকটি কারাগারে বুধবার সকালে আরো নয় দণ্ডপ্রাপ্ত আসামীর ফাঁসি কার্যকর করা হয়েছে। গত ১৬ ডিসেম্বর পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়ার পর এ নিয়ে দেশটিতে ৪৮ ব্যক্তি প্রাণদণ্ড কার্যকর করা হয়। পৈশাচিক এ হামলায় ১৪১ জন নিহত হয়েছিল এবং এদের বেশির ভাগই ছাত্র।

এদিকে, রাওয়ালপিণ্ডি কারাগারে বুধবার দু’জনের ফাঁসি কার্যকর করা হয় এবং আগামি কয়েক ঘণ্টার মধ্যে আরো দুই ব্যক্তির প্রাণদণ্ড কার্যকর করা হবে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া, গুজরাট কারাগারে দুই জন এবং রাওয়ালপিন্ডি কারাগারে এক আসামীর ফাঁসি স্থগিত রাখা হয়েছে। উভয় ক্ষেত্রেই আসামিদের উত্তরাধিকাররা বাদীপক্ষের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর প্রয়োজনীয় কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে উপস্থিত করেন। পরবর্তী সিদ্ধান্ত দেয়ার জন্য এ সব মামলা সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করেছে কারা কর্তৃপক্ষ।–ডন।



মন্তব্য চালু নেই