বিএসএফের হাতে এসআই আটক

নাগেশ্বরী থানার ওসিসহ সাত পুলিশ প্রত্যাহার

ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ এবং বিএসএফের হাতে আটকের ঘটনায় কুড়িগ্রামের নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সাত পুলিশকে প্রত্যাহার করেছেন কুড়িগ্রাম পুলিশ সুপার।

বুধবার সকাল ১০টার দিকে তাদের প্রত্যাহার করে কুড়িগ্রাম পুলিশ লাইনসে নেয়া হয়েছে। বিভাগীয় ব্যবস্থা নিতে তিন সদ্যস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত নয়টার দিকে নাগেশ্বরী থানার পরিদর্শক (এসআই) শামছুল হক ছয় সদস্যের দল নিয়ে চোরাকারবারি ধরতে ত্রিমোহিনী হাট এলাকায় শিংঝার সীমান্তের নোম্যান্স ল্যান্ডে যান। এ সময় ভারতের আটিয়ালডাঙ্গা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা ধাওয়া করে এসআই শামছুল হককে ধরে নিয়ে যায়। সঙ্গীয় ফোর্সরা বিএসএফের তাড়া খেয়ে ফিরে আসেন।

পরে রাত পৌনে ১২টার দিকে নাগেশ্বরী উপজেলার রামখানা সীমান্ত দিয়ে বিজিবির কাছে শামছুল হককে ফেরত দেয় বিএসএফ।
কুড়িগ্রাম পুলিশ সুপার ডা. তবারক উল্ল্যাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শৃঙ্খলা ভঙ্গ ও প্রশাসনিক কারণে নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহেল আবু সাইদ এবং ওই ছয়জনকে প্রত্যাহার করা হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিনকে প্রধান করে তিন সদস্যর কমিটি গঠন করা হয়েছে।



মন্তব্য চালু নেই