পাংশায় ৩দিনব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত
রাজবাড়ীর পাংশা উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে খাদ্য ভিত্তিক পুষ্টি ( ফলিত পুষ্টি) বিষয়ক ৩দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স সোমবার সম্পন্ন হয়েছে।
পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার আয়োজনে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষণ ইনষ্টিটিউটের ( বারটান) ব্যবস্থাপনায় ৩দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন আক্তার।
স্বাগত বক্তৃতা করেন, সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার পরিচালক মোঃ মোকাররম হোসেন। প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন আক্তার, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষণ ইনষ্টিটিউটের ( বারটান) উর্ধতন কর্মকর্তা জ্যোতি লাল বড়–য়া, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষণ ইনষ্টিটিউটের ( বারটান) গবেষনা কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা লাবীব আব্দুল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আঃ রাজ্জাক, সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার পরিচালক মোঃ মোকাররম হোসেন। শাক-সবজি, মৎস্যচাষ, হাস-মুরগী পালন, প্রাণিজ আমিষ, ফলের রসের জেলি ও আচার প্রস্তুত বিষয়ে ৩দিনব্যাপী প্রশিক্ষণে এনজিও প্রতিনিধি, শিক্ষক, শিক্ষিকা, কৃষক,কৃষাণীসহ ৬০জন অংশগ্রহন করেন।
মন্তব্য চালু নেই