নানা প্রতিকুলতার মাঝে পড়ালেখা করেও কালুখালীর মতিউরের অভাবনীয় সাফল্য

এলাকার ছেলেরা বিদেশ মুখী । পড়ালেখার প্রতি তেমন আগ্রহ নেই । ফলে এলাকায় ভাল শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে ওঠেনি । কালুখালী উপজেলাধীন বোয়ালিয়া ইউপির লেখাপড়ায় অনগ্রসর এ এলাকাটির নাম ধামচন্দ্রপুর । এখানকার মতিউর রহমান নেশা এবছর এস.এস.সি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে সবাইকে অবাক করে দিয়েছে । মতিউর পাংশার এয়াকুব আলী বিদ্যাপীঠের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল । বাড়ী থেকে ৬ কিঃমিঃ দুরে পাংশার এয়াকুব আলী বিদ্যাপীঠ । যাতায়াতের ভাল রাস্তাও নেই । তার পরও সে নিয়মিত বিদ্যালয়ে যেত । মতিউর রহমান নেশা জানান, সে নিয়মিত বিদ্যালয়ে যাওয়ার পাশাপাশি ৮ ঘন্টা পড়ালেখা করতো । তার বিশ্বাস নিয়মিত বিদ্যালয়ে যাওয়ার পাশাপাশি প্রতিদিন ৮ ঘন্টা পড়ালেখা করলে সবছাত্রই ভাল ফল দেখাতে পারে । মতিউর রহমান নেশার পিতা শের আলী বোয়ালিয়া ইউপি আওয়ামীলীগের সভাপতি ও মাতা হালিমা বেগম গৃহিনী । উচ্চ শিক্ষার পর মতিউর পুলিশ বাহিনীতে যোগদিতে আগ্রহী । তার বিশ্বাস মেধাবী ও সৎ পুলিশ কর্মকর্তারাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারে ।



মন্তব্য চালু নেই