‘নাটোরে ভোট গ্রহণ শুরুর আধা ঘন্টার মধ্যে ৮৬টি কেন্দ্র দখল’
কেন্দ্র দখলের অভিযোগে নাটোরে ৬ প্রার্থী ভোট বর্জন করেছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক বলেন ‘ভোটগ্রহণ শুরুর আধা ঘন্টার মধ্যে ৮৬টি কেন্দ্র দখল করে নেয় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর নেতা-কর্মীরা।’
এছাড়া প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দিতে দেখা যায়। এ সময় বাধা দিতে গেলে হালশা ইউনিয়নের গোকুল কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়া ধানের শীষে ভোট দিলে কয়েক কেন্দ্রে ব্যালট পেপার ছিড়ে ফেলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীরা।
তিনি বলেন, ‘সকাল ১০টায় সাতটি ইউনিয়নের মধ্যে এখন পর্যন্ত হালসা ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম, বিএনপি মনোনিত ইব্রাহীম খলিল, ছাতনী ইউনিয়নে বিএনপি মনোনিত সুলতান আহমেদ, লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের রফিকুল, কাফুরিয়া ইউনিয়নের খবির উদ্দিন শাহ ও তেবাড়িয়া ইউনিয়নের বিএনপি প্রার্থী চেয়ারম্যান গোলাম সারোওয়ার ইসলাম ভোট বর্জন করেছেন।’
মন্তব্য চালু নেই