নবী ইউসুফের (আ.) সমাধিতে আগুন

ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে ইহুদিদের পবিত্র স্থান হিসেবে পরিচিত নবী জোসেফের (কোরআনে বর্ণিত ইউসুফ আ.) সমাধিস্থলে অগ্নিসংযোগ করেছে ফিলিস্তিনি দাঙ্গাকারীরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মসজিদুল আকসায় ইহুদিদের প্রবেশ কেন্দ্র করে গত মাস থেকে ইসরায়েলি পুলিশের সঙ্গে সহিংসতায় জড়িয়ে পড়ে ফিলিস্তিনিরা। ইসরায়েলি চরমপন্থী তরুণরা ফিলিস্তিনিদের ওপর ছুরি দিয়ে হামলা করলে জবাবে ফিলিস্তিনিরাও একই ধরনের হামলা শুরু করে।

এসব হামলা ও পাল্টা হামলা এবং পুলিশের গুলিতে গত কয়েক সপ্তাহে ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া ফিলিস্তিনিদের বিক্ষোভ দমনে জেরুজালেমের বেশ কয়েকটি এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লারনার জানান, বৃহস্পতিবার রাতে সমাধিতে পেট্রোলবোমা ছুড়ে ১০ ফিলিস্তিনি। এসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে অগ্নিনির্বাপকবাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো জানান, ইসরায়েল এ হামলায় জড়িতদের বিচারের মুখোমুখি করবে এবং সমাধি পুননির্মাণ করবে।

সূত্র: বিবিসি



মন্তব্য চালু নেই