দুবাই শপিং উৎসবের অন্যতম বিজয়ী হল ২৮দিন বয়সি ভারতীয় শিশু

২৮দিনের এক ভারতীয় শিশু, দুবাই শপিং উত্সবে জিতে নিল সোনা এবং হিরের গয়না, যার আনুমানিক মূল্য দুবাইয়ের মুদ্রায় ১,৪০,০০০ দিরহাম। ২৮দিনের ছোট্ট শিশু নিথেরা জনার্দন ৩৯,০০০মার্কিন ডলার পুরস্কার অর্থ জিতেছে। নিথেরার বাবা জানিয়েছেন, তাঁর সন্তানের জন্মের ২৮দিন পূর্তি উপলক্ষ্যে, তাঁরা সামান্য কিছু সোনা কিনতে দুবাই শপিং ফেস্টিভ্যাল বা উত্সবে এসেছিলেন। তারপর কিছু জেতার আশায় মেয়ের নামে তিনটি কুপন ভর্তি করেন নিথেরার বাবা। কেরলে সন্তান জন্মের ২৮দিন বাদে উত্সব পালনের রীতি আছে। সেইজন্য নিথেরার বাবা একটি চেন ও বালা কেনেন, যার মূল্য ছিল দুবাইয়ের মুদ্রায় দুহাজার দিরহাম, সঙ্গে ভর্তি করেন তিনটি কুপন, কিছু জেতার আশায়।

তারপর কুপন ভর্তির পরের দিনই নিথেরার বাবার কাছে একটি ফোন আসে, যেখানে তাঁর মেয়ের বিজয়ী হওয়ার খবর পান বাবা। যদিও প্রথমে বিশ্বাস করেননি নিথেরার বাবা, পরে বুঝতে পারেন সত্যিই তাঁর মেয়ে দুবাই শপিং উত্সবের অন্যতম বিজেতা। এই উত্সবের দুজন বিজেতা ভারতীয় এবং একজন এমিরেটসবাসী।



মন্তব্য চালু নেই