দিনে পরীক্ষা রাতে যাত্রা প্রশিক্ষণ

দিনে চলছে পরীক্ষা আর রাতে যাত্রার প্রশিক্ষণ। এ ঘটনা ঘটছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ইন্দুরদী উচ্চ বিদ্যালয়ে । এ নিয়ে এলাকার অভিভাবকদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকার অভিভাবক আঃ মান্নান মোল্যা, আরশাফ ,ওয়াজেদ আলী, কামরুজ্জামান জানিয়েছেন, গত ৯ এপ্রিল থেকে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় গুলোতে একযোগে মডেল টেষ্ট পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরুর আগ থেকেই প্রায় ১মাস যাবৎ ইন্দুরদী উচ্চ বিদ্যালয়ের কক্ষে সন্ধ্যা রাত থেকে গভীর রাত পর্যন্ত যাত্রা পালার প্রশিক্ষণ মহড়া চলছে। উচ্চস্বরে এ প্রশিক্ষণ চলার কারণে এলাকার পরীক্ষার্থীদের পড়ালেখার বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

আশপাশের বাড়ীর লোকজনেরও সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে এঘটনায় স্কুলের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) আনিসুজ্জামান ও এবিএম সিদ্দিক আয়োজন করায় কেউ প্রতিবাদ করছে না। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ প্রশিক্ষণ মহড়া বন্ধের দাবী জানিয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।



মন্তব্য চালু নেই