ভোট দেওয়ার পর আনিসুল

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক মঙ্গলবার সকালে ভোট দিয়েছেন। এ সময় তাকে বেশ হাসি-খুশি দেখা যায়।

সকাল ৯টার পরে আনিসুল হক বনানী বিদ্যানিকেতন স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্র প্রবেশ করেন। এরপর বুথে প্রবেশ করে সাড়ে ৯টার দিকে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট দেওয়ার পর সস্ত্রীক আনিসুল হক সাংবাদিকদের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে এমন মন্তব্য করে তিনি বলেন, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

আনিসুল হক বলেন, ‘অনেক পরিশ্রম করেছি। অলিতে-গলিতে গিয়েছি। আশাকরি আল্লাহর রহমতে ঢাকাবাসী আমাকে মেয়র নির্বাচিত করবেন।’

ভোটকেন্দ্র থেকে বিএনপি সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে- এ অভিযোগের ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘কেউ কাকে বাধা দিচ্ছেন বলে আমি শুনিনি।’



মন্তব্য চালু নেই