জীবনহুমকিতে বিন লাদেনের সেই ডাক্তার

আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সন্ধানদাতা সেই পাকিস্তানি ডাক্তার শাকিল আফ্রিদির জীবন হুমকির সম্মুখিন। গোপন কোনো অপারেশনের মাধ্যমে তাকে হত্যা করা হতে পারে বলে কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে দিয়েছে খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক সরকার।জানা যায়, পাকিস্তানি চিকিৎসক শাকিল আফ্রিদি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর চর ছিলেন। ২০১১ সালে অ্যাবোটাবাদের গ্যারিসন শহরে বিন লাদেন যে বাড়িতে আস্তানা গাড়েন সেখানে চিকিৎসকের বেশে তার আসা-যাওয়া ছিল। তিনি পারিবারিক চিকিৎসক ছিলেন। আর এভাবেই তিনি পৃথিবীর শীর্ষ জিহাদীর সন্ধান সিআইএর কাছে সরবরাহ করেন। সিআইএ তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিন লাদেনকে করে হত্যা করে। পাকিস্তানের অভ্যন্তরে অনুমতি ছাড়া সিআইএর চালানো ওই অপারেশন নিয়ে তখন পাকিস্তান সরকারকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়। পরে সিআইএর চর হিসেবে কাজ করার অভিযোগে শাকিল আফ্রিদির ৩৩ বছরের জেল হয়। তিনি এখন পেশোয়ার কেন্দ্রীয় কারাগোরে বন্দী রয়েছেন। গত মার্চে আপিলের ভিত্তিতে তারা কারাদণ্ডের মেয়াদ ২৩ বছরে নামিয়ে আনা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক চিঠিতে খাইবার পাখতুনখোয়া সরকার জানিয়েছে, বিন লাদেনের ব্যাপারে সিআইএকে তথ্য দেয়ায় ডাক্তার শাকিলের জীবন ভয়াবহ হুমকির সম্মুখিন হয়ে পড়েছে। যেকোনো সময় তাকে উদ্ধারে অথবা হত্যার জন্য জেলখানায় গোপন অভিযান চালানো হতে পারে। এই হুমকির খবর প্রাদেশিক স্বাস্থ্য সচিব মুখ্যমন্ত্রী, পুলিশের আইজি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে চিঠির মাধ্যমে জানিয়েছেন বলে এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে।



মন্তব্য চালু নেই