জার্মানির হামলাতেও পাকিস্তানের হাত? মারাত্মক ভুল করল পুলিশ

বড়দিনের ভরা বাজারে সবাই যখন আনন্দ-উৎসবে ব্যস্ত, তখনই একটি লরি এসে ঢুকে পড়ে বার্লিনের বাজারে। পিষে দেয় উৎসবের মেজাজে থাকা মানুষদের। মারা যান ১২ জন এবং ৪৮ জন আহত হন।

এরপর লরি থেকে নেমে পালাতে যায় আততায়ী। পুলিশের দাবি, এক সাহসী যুবক দৌড়ে ধরে ফেলে লরির ড্রাইভারকে। তুলে দেয় পুলিশের হাতে। জানা যায়, লরির আসল ড্রাইভারকে খুন করে লরি নিয়ে পালায় এই ঘাতক। গোয়েন্দারা জেরা করে জানতে পারেন, অভিযুক্তের নাম নাভেদ বি। সে পাকিস্তান থেকে জার্মানিতে আসা এক শরণার্থী। কিন্তু এই ২৩ বছরের পাকিস্তানি যুবক নাভেদকে জেরা করে অবাক হয়ে যান গোয়েন্দারা।

১২ ঘন্টার পর তাঁরা বুঝতে পারেন, নাভেদ নির্দোষ। সে ওই লরি চুরিও করেনি। লরিচালক পোল্যান্ডের লুকাসজ আর্বানকে সে মারেনি। এরপরেই তারা আসল ঘাতকের খোঁজে আবার তল্লাশি শুরু করে। আসল ঘাতকের কাছে অস্ত্র আছে বলেও মনে করছেন তাঁরা এবং সে এখনও ফেরার।

জার্মান সরকারের তরফে প্রসিকিউটর পিটার ফ্র্যাঙ্ক বলেন, এই হামলায় একাধিক ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।

কিন্তু জার্মান পুলিশ এমন ভুল কীভাবে করল, তার ব্যাখ্যা এখনও মেলেনি।



মন্তব্য চালু নেই