জঙ্গলের কালির মোড়ে ঝুকিপুর্ণ ব্রীজ ॥ যে কোন মুহুর্তে দুর্ঘটনার আশঙ্কা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের কালির মোড়ে ঝুকিপুর্ণ ব্রীজ দিয়ে পারাপার হচ্ছে স্থানীয় লোকজন। যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখাগেছে, কালির মোড়ের ব্রীজের দুই পাশের নিচের মাটি নেই। ব্রীজে উঠলে নড়বড় করে। রেলিং ভেঙ্গে গেছে। ঝুকিপুর্ণ ব্রীজ দিয়ে প্রতিদিন নতুন ঘুরঘুরিয়া, বড় জঙ্গল, শশাপুর, বন্যতৈল, জঙ্গল, পোটরা, চরপোটরা, পাঁচপোটরা, আখপোটরা, তারালিয়া, হাবাসপুর, মহারাজপুর, পুরান ঘুরঘুরিয়া, ঢোলজানী, শুকনা, পারুলিয়া, অভয়নগরসহ ১৫-২০টি গ্রামের স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বিভিন্ন যানবাহন, এলাকার মানুষ ও মালামাল পারাপার হচ্ছে। ব্রীজের বিভিন্ন স্থানে ফাটলসহ ঝুকিপুর্ন হয়ে পড়েছে। তবে যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
এলাকাবাসী কর্তৃপক্ষের নিকট ব্রীজটি মেরামতের জোড় দাবী জানিয়েছেন।

জঙ্গলে ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান
রাদেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গল কামনায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের আগপোটরা শ্রী কৃষ্ণ মহিলা সেবা সংঘের উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিকী ২৪ প্রহরব্যাপী অখন্ড তারকব্রক্ষ মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
আগপোটরা রাসখোলা সার্বজনীন শ্রী কৃষ্ণ মন্দির প্রাঙ্গনে ২৪ এপ্রিল মদ্ভাগবত পাঠ, অধিবাস, ২৫ এপ্রিল মহানাম সংকীর্তন, ২৮ এপ্রিল কুঞ্জভঙ্গ, নগর কীর্তন, ভোগ আরাধনা ও মহাপ্রসাদ বিতরনের মধ্যে দিয়ে সম্পন্ন হবে। নাম সুধা পরিবেশন করেন, মাদারীপুরের মঞ্জুরী সম্প্রদায়, ঝিনাইদহের গৌর বাণী সম্প্রদায়, খুলনার শোভা রানী সম্প্রদায়, কাতলাগাড়ীর লব কুশ সম্প্রদায়, বাগেরহাটের রামকৃষ্ণ সম্প্রদায়, রাজবাড়ীর কৃষ্ণ গোপাল সম্প্রদায়।



মন্তব্য চালু নেই