চীনে রোজা রাখা নিষিদ্ধ !

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলের স্কুল শিক্ষার্থী, শিক্ষক এবং সরকারি কর্মকর্তাদের রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সে দেশের সরকার। ওই অঞ্চলের বিভিন্ন স্কুল এবং সরকারি সংস্থাগুলোর ওয়েবসাইটের মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।ওয়েবসাইটে বলা হয়,‘সরকারি কর্মচারী এবং ছাত্ররা রোজা এবং অন্যান্য ধর্মীয় আচরানাদি পালন করতে পারবে না।’

এর আগে শিনজিয়াংয়ের স্থানীয় সরকারি কর্মচারীদের রোজা রাখা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ। এ বিষয়ে তাদের যুক্তি হল,‘রোজা রাখলে স্বাস্থ্যের ক্ষতি হয়।’

চীনের সরকারি বোজৌ রেডিও এবং টিভি ইউনিভার্সিটিতে প্রচারিত খবরে বলা হয়,‘আমরা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে, তাদেরকে রোজা রাখার অনুমতি দেয়া হয়নি।আমরা দলীয় সদস্য, শিক্ষক এবং তরুণদের ওপর এই নিষেধাজ্ঞা বলবৎকরব।’

পশ্চিম শিনজিয়াংয়ের কারাকাশ কাউন্টির একটি আবহাওয়া দপ্তর তাদের ওয়েবসাইটে বলেছে, উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী বর্তমান ও অবসরপ্রাপ্ত সব কর্মীকে রোজা না রাখতে বলা হচ্ছে। গত কয়েক দিন এভাবেই সরকারের বিভিন্ন ওয়েবসাইটে পোস্ট করা নোটিশে রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রোজা রাখার ওপর এই নিষেধাজ্ঞার আদেশটি বেইজিংয়ের পাবলিক সিকিউরিটি ব্যুরো থেকে এসেছে বলে মনে করা হচ্ছে। চীনা কমিউনিস্ট পার্টি ও শিনজিয়াংয়ের স্থানীয় সরকার বিচ্ছিন্নতাবাদের আশঙ্কায় বড় প্রার্থনাসভা ও সমবেশকে নিরুৎসাহিত করে আসছে।



মন্তব্য চালু নেই