চীনে কয়লাখনিতে অগ্নিকাণ্ডে নিহত ২১

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি কয়লাখনিতে অগ্নিকাণ্ডে ২১ জন নিহত হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে একজন।

শুক্রবার হেইলংজিয়াং প্রদেশের জিশি শহরে রাষ্ট্রীয় মালিকনাধীন কয়লাখনিতে এ ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া শনিবার এ তথ্য জানিয়েছে।

সিনহুয়া জানিয়েছে, শুক্রবার জিশি শহরের কয়লাখনিতে অগ্নিকাণ্ড ঘটে। ওই সময় খনিতে ৩৮ জন শ্রমিক কাজ করছিলেন। তাদের মধ্যে ১৬ জন বের হয়ে আসতে সক্ষম হন। পরে জানানো হয়, আটকে পড়া শ্রমিকদের মধ্যে ২১ জনই নিহত হয়েছে। একজনের এখনো খোঁজ পাওয়া যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে অগ্নিনির্বাপক বাহিনী। কিন্তু কী কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে তার কারণ এখনো জানা যায়নি।

প্রসঙ্গত, চীনে বিশ্বের ভয়াবহ কয়লাখনিগুলো অবস্থিত। প্রতি বছর এই খনিগুলোতে শতাধিক লোক মারা যায়। তবে সম্প্রতি সরকার শ্রমিকদের নিরাপত্তায় কঠোর আইন করায় শ্রমিক মৃত্যুর হার কমছে।



মন্তব্য চালু নেই