প্রাণভিক্ষার আবেদন: প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করবেন রাষ্ট্রপতি

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করবেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। পরামর্শের পরই এবিষয়ে সিদ্ধান্ত দেবেন রাষ্ট্রপতি।

শনিবার দুই যুদ্ধাপরাধীদের প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, নিয়ম অনুযায়ী দণ্ডিত ব্যক্তি তার অপরাধের দায় স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করবে। সেই আবেদনের বিষয়ে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন।



মন্তব্য চালু নেই