‘চকোলেট কিং’ ইউক্রেনের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন

চকোলেট কিং হিসেবে খ্যাত পেত্রো প্রোশেঙ্কো ইউক্রেনের রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন। ২৫ মে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে স্পষ্টতই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন তিনি। আল জাজিরা।

নিজেকে জয়ী ঘোষণা করার পরপরই, ইউক্রেনকে রাজনৈতিক সংকট থেকে মুক্ত করার শপথ নেন তিনি।

রোববার ভোটাভুটির ফলাফল প্রকাশ করার পর প্রোশেঙ্কোকে স্বল্প সময়ের টেলিভিশনে সংক্ষিপ্ত ভাষণ দিতে দেখা যায়। তিনি নির্বাচনে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতির প্রশংসা করেন।

ভাষণে তিনি আরও বলেন, ‘এ মুহূর্তে আমাদের প্রথম উদ্যোগ হবে, প্রথম মনোযোগের বিষয়বস্তু হবে, চলমান যুদ্ধাবস্থাকে প্রশমিত করা এবং অখণ্ড ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনা।’

‘আমার রাষ্ট্রপতিত্বের অন্যতম শর্ত হবে একটি অখণ্ড ও স্থিতিশীল ইউক্রেন প্রতিষ্ঠা করা। দেখা যাচ্ছে, দেশের সিংহভাগ মানুষের মন ইউরোপের দিকে ঝুঁকে আছে (রাশিয়ার দিকে নয়)। এটা খুবই গুরুত্বপূর্ণ।’



মন্তব্য চালু নেই