গুপ্তহত্যা ও জঙ্গীবাদের বিরুদ্ধে বালিয়াকান্দিতে মুক্তিযোদ্ধা সংসদের ঘন্টাব্যাপী মানববন্ধন

রুহুল আমিন বুলু, রাজবাড়ী: গুপ্ত হত্যা ও জঙ্গীবাদের বিরুদ্ধে দেশব্যাপী ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচির অংশ হিসাবে রবিবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত মানববন্ধন কর্মসুচি পালন করেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

বালিয়াকান্দি চৌরঙ্গী মোড়ে মানববন্ধন কর্মসুচিতে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। মানববন্ধনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ হান্নান মাষ্টার, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, আঃ মমিন, মোকলেছুর রহমান, সিরাজুল ইসলাম, আসিফ আলম রেমনসহ বিভিন্ন মুক্তিযোদ্ধারা অংশগ্রহন করেন।



মন্তব্য চালু নেই