গায়ালন্দ মোড়ে হোটেল কর্মচারীকে নির্যাতনের দায়ে মালিক গ্রেফতার
রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে পাঁচতারা হোটেল এর কর্মচারী সোহান সেক (১৫) কে নির্যাতনের দায়ে মালিক মোঃ শাহীন ব্যাপারী (৩৫) কে মঙ্গলবার দুপুরে পুলিশ গ্রেফতার করে। শাহীন আহলাদীপুর গ্রামের মোঃ মালেক ব্যাপারীর পুত্র। আহলাদীপুর গ্রামের খলিল শেখ বাদী হয়ে মালিক শাহীন, খলিল দেওয়ান, সাদ্দাম দেওয়ান, সুজন ব্যাপারী ও ইউসুফ ভূইয়ার বিরুদ্ধে রাজবাড়ী থানায় একটি শিশু নির্যাতনের মামলা দায়ের করে।
দোকানের কর্মচারী সোহান সেক (১৫) কে মিথ্যা চুরির অভিযোগ এনে অমানষিক নির্যাতন চোখে মরিচের গুড়া ও শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের আগুন দিয়ে পোড়ানো হয় এবং মাথার চুল কেটে দেয়। আহত সোহান শেককে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি কর হয়েছে।
মন্তব্য চালু নেই