কোলকাতার বড়বাজারে ৪০ হাজার লাড্ডুতে মোদির শপথে মিষ্টিমুখ

দিলীপ মজুমদার (কলকাতা):মোদির শপথে মিষ্টিমুখ করতে দেশি ঘিয়ে তৈরি ৪০ হাজার লাড্ডু৷ আর তা দিয়েই শপথের দিনে মোদি-বরণ৷ বড়বাজার এলাকায় বাড়ি বাড়ি এই লাড্ডু পৌঁছে দিলেন বিজেপি সমর্থকেরা৷

বড়বাজার এলাকার ২৩ নম্বর ওয়ার্ডে দেবেন্দ্র দত্ত লেনের অনুষ্ঠান ভবনে গত দু’দিন ধরে কার্যত উত্সবের পরিবেশ৷ রবিবার থেকে লাড্ডু তৈরিতে ব্যস্ত অন্তত ২০০ জন৷ লক্ষ্য প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির শপথের দিন, ঘরে ঘরে পৌঁছে দেওয়া এই আনন্দ-লাড্ডু৷ ৪০ হাজার লাড্ডু তৈরির জন্য করা হয়েছে এলাহি আয়োজন৷ ৩০০ কেজি ব্যাসন, ৩৭৫ কেজি দেশি ঘি, ৬০০ কেজি চিনি ৬ কেজি বাদাম, ৮ বোতল গোলাপ জল এবং প্রচুর এলাচ, কেসর, পেস্তা দিয়ে তৈরি হয়েছে প্রায় ১৫০০ কেজি লাড্ডু, যা সংখ্যায় ৪০ হাজার৷ তদারকি করছেন ২৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিজয় ওঝা৷

সোমবার সকাল থেকে মোদির মুখ আঁকা প্যাকেটে এই লাড্ডু পৌঁছে যাচ্ছে এলাকার প্রতিটি বাড়িতে৷ মোদির শপথে দেদার মিষ্টিমুখ৷

শুধু কি লাড্ডু, সঙ্গে রয়েছে মোদির মুখ আঁকা মুখোশও৷ উত্সবের আমেজে সন্ধে ৬টা বাজতেই শুরু মোদির শপথ৷ সব চোখ তখন জায়েন্ট স্ক্রিনে৷



মন্তব্য চালু নেই