আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটে জঙ্গি হামলা, কর্মীরা সুরক্ষিত, রাষ্ট্রদূতের সঙ্গে কথা মোদির

আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটে হামলা৷ গতকাল গভীর রাতে আফগানিস্তানের হেরাতে ভারতীয় কনস্যুলেটে হামলা চালায় জঙ্গিরা৷ জঙ্গিরা গাড়ি করে এসে ভারতীয় কনস্যুলেটে ঢোকার চেষ্টা করে৷ এবং কনস্যুলেটের সামনে বিস্ফোরণ ঘটানো হয়৷ যদিও ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ ও আফগান সেনার তত্পরতায় কনস্যুলেটের ভিতরে ঢুকতে পারেনি জঙ্গিরা৷ সূত্রের খবর, আইটিবিপি জওয়ান ও আফগান সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ৪ জঙ্গির৷ ঘটনার কড়া নিন্দা করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ আফগানিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বিদেশ মন্ত্রক জানিয়েছে, হামলার বিষয়টি নিয়ে মোদি আফগানিস্তানে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন। হেরাতের দূতাবাসের কর্মীদের সবধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন মোদি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন জানিয়েছেন, ভারতীয় কনস্যুলেটের কর্মীরা সুরক্ষিত আছেন৷ পরিস্থিতির ওপর নজর রাখছে বিদেশ মন্ত্রক৷ ভারতীয় দূতাবাস লাগোয়া এলাকায় চিরুণি তল্লাশি চলছে৷ এদিকে সূত্রের খবর, হামলার আশঙ্কায় ৩দিন আগেই আফগানিস্তানে ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশকে সতর্ক করা হয়েছিল৷



মন্তব্য চালু নেই