কালুখালীর রতনদিয়া ইউপি আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । সম্মেলনে রতনদিয়া ইউপি আওয়ামীলীগের সভাপতি হয়েছেন খোন্দকার আনিসুল হক বাবু ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহ আজিজ । শুক্রবার সম্মেলনের প্রথম পর্বের সভাপতিত্ব করেন রতনদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি তনয় চক্রবর্তী সম্ভু ও ২য় পর্বের সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম । রতনদিয়া রজনীকান্ত মডেল উচ্চ বিদ্যালয়ের সম্মেলন অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকীম । এতে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান আলী বিশ্বাস,পাংশা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোঃ শফিকুল মোর্শেদ আরুজ,কালুখালী উপজেলা আওয়ামীলীগের নেতা বজলুর রশীদ প্রমুখ বক্তব্য রাখেন ।
সম্মেলনে আগত ডেলিগেটদের মতামত নিয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকীম খোন্দকার আনিসুল হক বাবুকে সভাপতি ও শাহ আজিজ কে সাধারন সম্পাদক ঘোষনা করেন ।



মন্তব্য চালু নেই