ঈশ্বরদীতে ৭ প্রার্থীর নির্বাচন বর্জন

ঈশ্বরদীর ৭টি ইউনিয়নের নির্বাচনে ৫টিতে বিএনপির প্রার্থী ও ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।

এদের মধ্যে বিএনপির প্রার্থীরা সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে সকাল দশটায় মুলাডুলি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফান্টু মন্ডল ও দুপুর বারটায় পাকশী ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

দুপুরে পাকশী ইপিজেড মোড়ে বিএনপির নির্বাচনী প্রচার ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান জাকিরুল ইসলাম তপন সরদার ও সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সিরাজুল ইসলাম সরদার বলেন, অনেক ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র আনার পর বর্তমান সরকার তা নষ্ট করেছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রশাসনের সহযোগিতায় নৌকার পক্ষে সিল মারতে ভোটারদের বাধ্য করেছে।

একই অভিযোগে দাশুড়িয়া ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম কেনেডি ও মুলাডুলির প্রার্থী সিরাজুল ইসলাম সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করেন। এসময় উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথাও বক্তব্য রাখেন।



মন্তব্য চালু নেই