ইসি আওয়ামী লীগের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে

নির্বাচন কমিশন সরকারি দল আওয়ামী লীগের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। ইসি বিএনপির প্রতি সদয় দেখাতে গিয়ে এই আচরণ করছে বলে মনে করেন হানিফ।

আজ মঙ্গলবার বিকালে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ​ করে। পরে হানিফ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন কেন্দ্রীয় নেতা আবদুর রাজ্জাক, আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

হানিফ বলেন, অনেকে ক্ষেত্রে আওয়ামী লীগের সঙ্গে সঠিক আচরণ করছে না কমিশন। বিএনপির ‘মিথ্যে’ অভি​যোগ পেয়ে কোনো রকম যাচাই বাছাই ছাড়াই ব্যবস্থা নিচ্ছে যা কোনো ভাবেই কাম্য নয়।

হানিফ অভিযোগ করেন, চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার বিএনপি প্রার্থী আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এখন কমিশন আওয়ামী​ লীগের ওপর চাপ দিচ্ছে। অথচ তিনি সরে দাঁড়াচ্ছেন তার ​পুত্রবধূর মামলার কারণে। একই ভাবে লক্ষ্মীপুরে বিএনপির মেয়র প্রার্থীকে আটকে রাখা হয়েছে বলা হচ্ছে। কিন্তু ওই মেয়র প্রার্থী নিজের বাসায় আছেন।



মন্তব্য চালু নেই