ইথিওপিয়ায় নির্বাচন, জয়ের সম্ভাবনা ক্ষমতাসীনদের

ইথিওপিয়ায় সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই ভোটে ক্ষমতাসীনরাই ফের জয় পাবে বলে ধারণা করা হচ্ছে।

এক প্রতিবেদনে রবিবার এ খবর দিয়েছে আলজাজিরা।

খবরে বলা হয়, প্রধানমন্ত্রী মেলেস জিনাবির মৃত্যুর পর এই প্রথম ইথিওপিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

প্রায় ৩ কোটি ৭০ লাখ নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

রাজধানী আদ্দিদ আবাবাসহ সারাদেশে সমান প্রভাব রয়েছে ক্ষমতাসীন দল পিপল’স রিভোলুশনারি ডেমোক্রেটিক ফ্রন্টের। তাই ধারণা করা হচ্ছে, ফের জয়ী হতে যাচ্ছে দলটি। আর সেই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে আয়ু বাড়ছে হেলিমরিয়ম ডেসালেনের।

এদিকে বিরোধী দল ব্লু পার্টি ভোটগ্রহণ শুরুর আগেই ভোট কারচুপির সন্দেহ প্রকাশ করেছে। তারা শঙ্কা করছে, ভোটে জয় নিশ্চিত করতে সব ধরনের অনিয়ম ও কারচুপির আশ্রয় নেবে সরকার।

বাংলাদেশ সময় রবিবার রাত ৯টায় ভোটগ্রহণ সম্পন্ন হবে। দুই থেকে পাঁচ দিনের মধ্যে ফলাফল পাওয়া যেতে পারে।



মন্তব্য চালু নেই