প্রেসিডেন্ট নির্বাচনে পোল্যান্ডে ভোটগ্রহণ

প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় ও চূড়ান্ত দফায় ভোটাধিকার প্রয়োগ করছেন পোল্যান্ডের নাগরিকরা।

এই নির্বচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ব্রোনিসল কমরোভস্কি ও ডানপন্থী প্রার্থী আন্দ্রে ডুডা।

১০ মে প্রথম দফা ভোট অনুষ্ঠিত হয়েছিল। ধারণা করা হয়েছিল, ১০ মের ভোটে মধ্যপন্থী নেতা কমরোভস্কি (৬২) পুনরায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন। কিন্তু বাস্তবে দেখা যায়, ডুডার চেয়ে খুব বেশি ভোট পাননি কমরোভস্কি।

কমরোভস্কি (বাঁয়ে) ও ডুডা— প্রথম পর্বে দুজনেই ৫০ শতাংশের নিচে ভোট পেয়েছেন।

প্রথম দফায় ডুডা পান ৩৩ দশমিক ৭ ভোট। আর কমরোভস্কির ঝুড়িতে জমা হয়েছিল ৩৪ দশমিক ৭ শতাংশ।

কোনো প্রার্থীর পক্ষেই ৫০ শতাংশ ভোট না পড়ায় দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হচ্ছে।

বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টায় ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার কথা। চূড়ান্ত ফল পেতে অন্তত সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

প্রসঙ্গত, ২০০৭ সালে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেছিলেন ব্রোনিসল কমরোভস্কি।

সূত্র : বিবিসি ও আলজাজিরা।



মন্তব্য চালু নেই