ইতালিতে আদালতের বিচারকসহ চারজনকে হত্যা

ইতালির মিলানে আদালতের ভেতরে এক বন্দুকধারীর গুলিতে বিচারকসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও একজন। বৃহস্পতিবার একটি দেউলিয়া মামলার শুনানি চলাকালে এ ঘটনা ঘটে।

আপিল আদালতের বিচারক জিওভান্নি কানজিও রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনসা নিউজ এজেন্সিকে জানান, আদালতের ভেতরে একটি দুর্নীতি মামলার বাদী গুলি ছোড়েন। এ ঘটনার পর পুলিশ দ্রুত আদালত ভবনটি খালি করে ফেলে। সেখান থেকে সবার আগে নারীদের সরিয়ে নেয়া হয়।

আনসা জানায়, নিহতদের মধ্যে দেউলিয়া আদালতের বিচারক ফার্নান্দো কিয়াম্পি রয়েছেন। বন্দুকধারীর নাম ক্লডিও গিয়ার্ডিল্লো।

স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো টুইটার বার্তায় জানিয়েছেন, উত্তর মিলানের একটি শহর থেকে বন্দুকধারীকে আটক করা হয়েছে। তাকে ক্যারাবিনিয়ারি সামরিক পুলিশ ব্যারাকে রাখা হয়েছে।



মন্তব্য চালু নেই