আমেরিকায় দুই পুলিশকে গুলি করে হত্যা

আমেরিকার নিউ ইয়র্কে পেট্রল গাড়ির ভেতরে বন্দুকধারীদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হয়েছে। শনিবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। হামলা পর নিজের গুলিতেই নিহত হয় হামলাকারী।

পুলিশ কমিশনার উইলিয়াম ব্রাটন এক সংবাদ সম্মেলনে জানান, ব্রুকলিনে গাড়িতে টহল দেয়ার সময় কোনো কারণ ছাড়াই দুই পুলিশকে গুলি করে হত্যা করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত নিউ ইয়র্কের মেয়র বিল দে ব্লাসিও বলেন, “আমরা ঘটনাটি তদন্ত করছে। তবে এটা স্পষ্ট যে, এটা হত্যাকাণ্ড। পুলিশদের হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে।”

বন্দুকধারী ওই হামলাকারীর নাম ইসমাইল ব্রিনসলে (২৮০ বলে জানিয়েছেন ব্রাটন। তিনি জানান, “পুলিশদের হত্যার পর হামলাকারী নিকটবর্তী মেট্রো স্টেশনে পালিয়ে যায়। সেখানে মাথায় গুলি করে মারা যায় সে।”

দেশটিতে এমন সময় পুলিশ নিহতের ঘটনা ঘটলো যখন কৃষ্ণাজ্ঞ এরিক গার্নারের হত্যাকাণ্ডের বিচারের প্রতিবাদে বিক্ষোভ চলছে।–আল-জাজিরা।



মন্তব্য চালু নেই