আফগানিস্তানে আত্মঘাতি বোমাহামলায় ন্যাটোর সৈনিকসহ নিহত ১৮

মঙ্গলবার সকালে পূর্ব আফগানিস্তানে এক আত্মঘাতি বোমাহামলায় কমপক্ষে ৪ ন্যাটো-সেনা প্রাণ হারিয়েছে। আন্তর্জাতিক নিরাপত্তাসহায়ক বাহিনীর সূত্রে জানা গেছে।

বোমাহামলার পরপরই পূর্বাঞ্চলীয় পারওয়ান প্রদেশের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জিয়াউল রহমান সাইয়েদখিলি ৬ ন্যাটো সেনা নিহত বলে জানান। সেইসঙ্গে ১০ আফগান বেসামরিক নাগরিক ও ২ আফগান পুলিশও নিহত হন।

জিয়াউল রহমান আত্মঘাতী হামলার আদ্যেপান্ত সংক্ষেপে বর্ণনা করেন।

জানা যায়, রোববার ৬ জুন আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কালান্দার খিল এলাকা থেকে একটি রকেটবোমা আফগান সরকারি সেনাবাহিনীর ঘাঁটিতে আঘাত হানে। এরপর আফগান নিরাপত্তারক্ষী এবং আন্তর্জাতিক নিরাপত্তাসহায়তা বাহিনীর (আইএসএএফ) একটি মিলিত বাহিনী কালান্দার খিলে তদন্তের স্বার্থে উপস্থিত হন।

তদন্ত চলাকালে সাইকেলে চড়ে এক আফগান আত্মঘাতী বোমাহামলাকারী ঘটনাস্থলে পৌঁছে তার শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটান।

জিয়াউলের ভাষ্যমতে ৬ ন্যাটো সেনা নিহত হলেও হলেও ন্যাটোভিত্তিক প্রতিষ্ঠান আইএসএএফ তাদের ৪ সেনা নিহত হওয়ার সংবাদ নিশ্চিত করে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সে পাঠানো এক বার্তায় তালিবান সশস্ত্র গোষ্ঠি এ হামলার দায় স্বীকার করে।



মন্তব্য চালু নেই