আজানের শব্দে ঘুম ভাঙায় বিরক্ত সনু নিগম!

ইসলাম ধর্ম প্রবর্তিত হওয়ার সময় তো বিদ্যুৎ ছিল না। সুতরাং তখন মাইক্রোফোন ব্যবহার করে আজানও দেয়া হতো না। তাহলে বিদ্যুৎ আসার পর কেন মাইক্রোফোন ব্যবহার করে আজান দিতে হবে? কেন বিশৃঙ্খলা তৈরি করতে হবে? কোনো গুরুদুয়ারা কিংবা মন্দির তো এটা করে না। তাহলে কেন? -এমনই প্রশ্ন টুইটারে ছুড়ে দিয়েছিলেন সনু নিগম।

কণ্ঠের জাদু দিয়ে ভারতের সঙ্গীত জগতে আইডল হিসেবে বিবেচিত হন সনু নিগম। কিন্তু মুসলিমরা কেন, অমুসলিমরাও তার এ ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে বিরক্ত হয়েছেন। টুইটারে সনু নিগম লিখেছেন, আমি মুসলিম নই। অথচ আজানের শব্দে আমার ঘুম ভেঙে যায়। ধর্মের নাম নিয়ে ভারতে কবে এই জোরজবরদস্তি বন্ধ হবে?

টুইটারে লাখ লাখ মানুষ সনু নিগমকে অনুসরণ করেন। তাদের অনেকেই এমন বক্তব্যের জন্য সনু নিগমের নিন্দা করেছে। অনেকে তার বক্তব্যে ভীষণ মর্মাহত হয়েছে। একজন লিখেছেন, আমি আপনার ভক্ত। কিন্তু এটা খুবই বাজে হয়েছে। আরেকজনের ধর্মীয় বিশ্বাসের প্রতি আপনার শ্রদ্ধা দেখাতে হবে। এটা গণতান্ত্রিক দেশ।



মন্তব্য চালু নেই