আঙ্কারার পুলিশ ও গোয়েন্দা প্রধান বরখাস্ত
তুরস্কে এক মিছিলে বোমা হামলার জের ধরে আঙ্কারার পুলিশ, গোয়েন্দা এবং নিরাপত্তা বাহিনীর প্রধানদের সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। বুধবার তুর্কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
গত শনিবার সকালে তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি কুর্দিদের এক শান্তিপূর্ণ মিছিলে ওই আত্মঘাতী বোমা হামলা ঘটনাটি ঘটে। হামলায় ৯৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮৬ জন।
মঙ্গলবার রাতে নিজস্ব ওয়েবসাইটে প্রচারিত এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই তিন বাহিনীর প্রধানকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছে। বোমা হামলার তদন্তের স্বার্থে তাদের সরিয়ে দেয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এই হামলার তদন্ত কমিটির প্রধান সরকারের কাছে তাদের বরখাস্ত করার অনুরোধ জানানোর পর এই পদক্ষেপ নেয়া হয়। তবে তদন্ত শেষে তাদের দায়িত্বে ফিরিয়ে নেয়া হবে কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি।
মন্তব্য চালু নেই