ইন্দোনেশিয়ায় গির্জায় অগ্নিসংযোগ, নিহত ১

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে মঙ্গলবার বিক্ষুব্ধ মুসলিমরা একটি গির্জায় আগুন ধরিয়ে দিলে কমপক্ষে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

প্রদেশের সিঙ্গকিল জেলায় খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জের ধরে ওই অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে।
সম্প্রতি আচেহ প্রদেশে মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।

আচেহ পুলিশের প্রধান হুসেইন হামিদি সংবাদ সংস্থা এএফপি’কে বলেছেন, মঙ্গলবার কয়েক শ মুসলিম ওই গির্জায় অগ্নিসংযোগ করে। তারা আরো একটি গির্জায় হামলা চালানোর চেষ্টা করেছেল। তবে পুলিশ ও খ্রিস্টানদের বাধার মুখে তা নসাৎ হয়ে যায়। দু পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে একজন প্রাণ হারান। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি হামলাকারীদের দলে ছিলেন।এ ঘটনায় নিরাপত্তা দলের সদস্যসহ আহত হয়েছেন আরো চারজন।

ইন্দোনেশিয়া বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ হিসেবে স্বীকৃত হলেও এখানে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছে।



মন্তব্য চালু নেই