অ-মানুষ ওড়াংওটাং পেল মানবাধিকার

অ-মানুষ প্রাণি হিসেবে ওড়াংওটায় পেল মানবাধিকার। প্রাণিজগতে মানুষের সঙ্গে কিছুটা সাদৃশ্য রয়েছে- এমন প্রাণিদের মধ্যে ওড়াংওটাংই প্রথম, যেটি ‘ব্যক্তির মর্যাদা’ পেল।

এর আগে শিমপাঞ্জির মানবাধিকারের জন্য আদালতে মামলা করেছিল একটি পরিবেশ ও প্রাণি সংরক্ষণ সংগঠন।

আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স চিড়িয়াখানার খাচায় বন্দি একটি ওড়াংওটাংকে সীমিত পর্যায়ে মানবাধিকার দিলেন দেশটির আদালত। ইন্দোনেশিয়ার সুমাত্রা থেকে এটিকে আনা হয় আর্জেন্টিনায়।

অ্যাসোসিয়েশন অব অফিসিয়ালস অ্যান্ড লয়ার্স ফর অ্যানিমাল রাইটস (এএফএডিএ) সান্দ্রা নামের এই ওড়াংওটাংয়ের মানবাধিকারের জন্য আবেদন করে। ‘বস্তুর মতো’ নাকি একটি ‘ব্যক্তির মতো’ আচরণ করা হবে ওড়াংওটাংয়ের সঙ্গে- তা জানতে চাওয়া হয় আদালতের কাছে।

মামলার শুনানি শেষে আদালত বলেন, ওড়াংওটাং ‘অ-মানুষ ব্যক্তি’ হিসেবে অধিকার ভোগ করবে। এর সঙ্গে বস্তুর মতো আচরণ করা যাবে না।

মামলায় অভিযোগ করা হয়, সান্দ্রাকে যখন তার মায়ের কাছ থেকে আনা হয়, তখন সে নিজের খাবার নিজে খেতে শেখেনি। এতে তার অধিকার হরণ হয়েছে।

এদিকে আদালতের রায় মোতাবেক সান্দ্রাকে এখন ছেড়ে দিতে হবে ব্রাজিলের কোনো জঙ্গলে, যেখানে সে নিজের মতো করে চলতে পারবে।

তথ্যসূত্র : টেলিগ্রাফ অনলাইন।



মন্তব্য চালু নেই