অষ্টম শ্রেণীর ছাত্রীকে প্রকাশ্যে দিবালোকে ধর্ষণের চেষ্টা

রুহুল আমিন বুলু, রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পুরান ঘুরঘুরিয়া গ্রামে অষ্টম শ্রেণীতে পড়–য়া এক ছাত্রীকে প্রকাশ্যে দিবালোকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রীর পিতা।

৮ম শ্রেণীতে পড়–য়া ওই ছাত্রী জানায়, উপজেলার জঙ্গল ইউনিয়নের পুরান ঘুরঘুরিয়া গ্রামের সনজিৎ বাছাড়ের ছেলে ধর্মতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সরুপ বাছাড় গত ৭ জুন দুপুরে ওই ছাত্রী বাড়ীর পাশের পুকুর চালায় ল্যাট্রিনে গেলে তাকে জোড়পুর্বক ধর্ষনের চেষ্টা চালায়। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে ওই ছাত্রী অসুস্থ হয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে বখাটে সরুপ বাছাড় পালিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদ করায় ওই ছাত্রীর বৃদ্ধ ঠাকুরমাকে মারপিট করেছে।

ওই ছাত্রী আরো জানায়, এঘটনার পরই তার পিতা বাদী হয়ে ৮ জুন বালিয়াকান্দি থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছে।

এলাকাবাসী জানিয়েছেন, ১১ জুন রাতে গ্রাম্য শালিসের আয়োজন করা হলেও কোন সুরহা না হওয়ায় এখন থানা-আদালতে বিষয়টি গড়াচ্ছে। তবে বিষয়টির সুষ্টু বিচার হওয়া প্রয়োজন।

এব্যাপারে ওই ছাত্রীর পিতার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি ।



মন্তব্য চালু নেই