অপূর্ব প্রতিশোধ!

শেষমেষ সুযোগটা এসেই গেল। গত সপ্তাহে এক ক্রিসমাস উপলক্ষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে জড়ো হয়েছিল সেখানকার সাবেক ছাত্রী লুইসা মানিং। তাকে দেখে তো সবার চক্ষু চরকগাছ! আহ কী দারুণ দেখতে! সুন্দরী লুইসাকে দেখে মাথা ঘুরে গেল এক তরুণের। সে তাকে ডিনারে যাওয়ার আমন্ত্রণ জানাল। আমন্ত্রণ পেয়ে খুশীতে চোখ জ্বল জ্বল করে ওঠল লুইসার। সে যে এই দিনটির জন্য দীর্ঘ দশ বছর ধরে অপেক্ষা করছিল। না, এই তরুণ তার স্বপ্নের পুরুষ নয়। এর কথা মনে হলে ওর বুকে কেবল আগুন জ্বলত, প্রতিশোধের আগুন। স্কুলে পড়তে এই ছেলেটি কিনা তাকে কতভাবে জ্বালিয়েছে। স্থূলকায় হওয়ায় তিনি এবং তার বন্ধুরা তাকে ডাকত ‘হস্তিনী’ বলে। কিন্তু এখন প্রেম নিবেদন করার জন্য তাকে নিয়ে বেড়াতে যেতে চাইছে। প্রেমিক পুরুষটি নিশ্চয়ই বুঝতে পারেনি আজকে যাকে দেখে যার চোখের পলক পড়ছে না, তিনি আর কেউ নয়, তাদের ক্লাসের সেই ‘হস্তিনী’ ।

ওই তরুণের প্রস্তাবের জবাব না দিয়ে লুইসা বেরিয়ে এলেন। আসার আগে ওয়েটারের হাতে একখানা ‍চিরকুট ধরিয়ে দিয়ে আসলেন। সঙ্গে নিজের পুরনো একখানা ছবি।

চিরকুটে লেখা ছিল,‘হাই, আজ রাতে তোমার সঙ্গে বেড়াতে যেতে না পারায় দুঃখিত। আট বছর আগের কথা মনে আছে তোমার? দেখতে ভালো ছিলাম না বলে আমাকে নিয়ে কত মজা করেছ! অপমানিত হতে হতে একসময় আমি নিজেকে বদলে ফেলার সিদ্ধান্ত নেই।ওজন কমানোর জন্য খাওয়া দাওয়া কমিয়ে দেই। কখনো কখনো একটি মাত্র আপেল খেয়ে দিন কাটিয়েছি আমি। এখন আমার আগের ছবিটা দেখে তুমি নিশ্চয়ই আমাকে চিনতে পেরেছ। আমি হলাম সেই মেয়ে যাকে তুমি দিনের পর দিন অবহেলা আর অপমান করে গেছ।আজ আমি তোমাকে প্রত্যাখ্যান করলাম।’

h05y7kkx অপূর্ব প্রতিশোধ!

এখন যেহেতু অনলাইনের যুগ। তাই সাবেক সতীর্থকে লেখা চিরকুটটি গত সোমবার নিজের ফেসবুকে পোস্ট করে দেন লুইসা। মাত্র এক দিনে এতে ১৭ হাজার লাইক পড়ে। মন্তব্যও পড়েছে হাজার হাজার।

এতে এক ইউজারের মন্তব্য ছিল এরকম,‘তুমি সত্যিকারের নায়িকা। ওই অপমানের এ রকম জটিল প্রতিশোধ নেয়ায় তোমাকে সেলুট জানাই। এই পৃথিবীতে তোমার মত আরো অনেক মেয়ে দরকার।’

অবশ্য নিজের অতীত ক্রিয়াকলাপের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন অক্সফোর্ডের ওই সাবেক ছাত্রটি। তিনি লুইসাকে লিখেছেন,‘হাই, আমি কিন্ত ‍তোমার সঙ্গে সত্যি সত্যিই বন্ধুত্ব করতে চেয়েছিলাম। ভেবেনা, তুমি দেখতে সুন্দরী বলেই আমি তোমার বন্ধু হতে চেয়েছি। তোমার এই কঠিন প্রতিশোধের জন্য আমি তোমাকে দোষ দিচ্ছি না।’

তিনি আরো লিখেছেন,‘আট বছর আগের ঘটনা তো আমি বদলে ফেলতে পারব না। তবে বিশ্বাস কর, আমি অনেক বদলে গেছি। আমি অতীতের ঘটনার জন্য তোমার কাছে ক্ষমাপ্রার্থী এবং তোমার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।’



মন্তব্য চালু নেই