এখন যেহেতু অনলাইনের যুগ। তাই সাবেক সতীর্থকে লেখা চিরকুটটি গত সোমবার নিজের ফেসবুকে পোস্ট করে দেন লুইসা। মাত্র এক দিনে এতে ১৭ হাজার লাইক পড়ে। মন্তব্যও পড়েছে হাজার হাজার।
এতে এক ইউজারের মন্তব্য ছিল এরকম,‘তুমি সত্যিকারের নায়িকা। ওই অপমানের এ রকম জটিল প্রতিশোধ নেয়ায় তোমাকে সেলুট জানাই। এই পৃথিবীতে তোমার মত আরো অনেক মেয়ে দরকার।’
অবশ্য নিজের অতীত ক্রিয়াকলাপের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন অক্সফোর্ডের ওই সাবেক ছাত্রটি। তিনি লুইসাকে লিখেছেন,‘হাই, আমি কিন্ত তোমার সঙ্গে সত্যি সত্যিই বন্ধুত্ব করতে চেয়েছিলাম। ভেবেনা, তুমি দেখতে সুন্দরী বলেই আমি তোমার বন্ধু হতে চেয়েছি। তোমার এই কঠিন প্রতিশোধের জন্য আমি তোমাকে দোষ দিচ্ছি না।’
তিনি আরো লিখেছেন,‘আট বছর আগের ঘটনা তো আমি বদলে ফেলতে পারব না। তবে বিশ্বাস কর, আমি অনেক বদলে গেছি। আমি অতীতের ঘটনার জন্য তোমার কাছে ক্ষমাপ্রার্থী এবং তোমার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।’
মন্তব্য চালু নেই