রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২সন্তানের জননীর আত্মহত্যা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিষপানে শনিবার ভোরে ২ সন্তানের জননী আত্মহত্যা করেছে। ওই গৃহবধুর নাম সকিনা বেগম (২৫)। তার স্বামীর নাম লিটন মোল্যা। বাড়ী উপজেলার নবাবপুর ইউনিয়নের বিলভরা গ্রামে।
জানাগেছে, শুক্রবার ছেলের মুসলমানী অনুষ্ঠানে স্বামী, শশুর ও শাশুরীর সাথে কলহের জের ধরে সখিনা বেগম রাত ১২ টার দিকে বিষপান করে। তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেওয়ার পথে শনিবার ভোর রাতে তার মৃত্যু হয়। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।



মন্তব্য চালু নেই