নির্বাচনে মাস্তানবাহিনী নামানোর অভিযোগ সিপিবি-বাসদের

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘সিটি নির্বাচনে আচরণবিধির বেপরোয়া লঙ্ঘন হচ্ছে। নির্বাচনকে টাকার খেলায় পরিণত করা হয়েছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিতে মাস্তানবাহিনী নামানো হয়েছে।’

রাজধানীর কল্যাণপুরে রবিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফীর ‘হাতি’ মার্কার প্রচারণায় এবং পরবর্তীতে তেজগাঁওয়ে তার প্রধান নির্বাচনী অফিসে হামলার প্রতিবাদে সোমবার দুপুরে মুক্তিভবনের প্রগতি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘নির্বাচনে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে না পারলে, নির্বাচনী ব্যবস্থা জিয়া-এরশাদের প্রহসনের ধারায় চলে যাবে। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে।’

ক্বাফীর নির্বাচনী প্রচারণা ও তার নির্বাচনী অফিসে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে সেলিম বলেন, ‘সরকার এ সব হামলার দায় কিছুতেই এড়াতে পারে না।’



মন্তব্য চালু নেই