লালবাগ কেল্লার দেয়াল ভাঙার কাজ বন্ধের নির্দেশ

লালবাগ কেল্লার দেয়াল ভেঙে নির্মাণকৃত গাড়ি পার্কিংয়ের কাজ আগামী ২৪ ঘন্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার এ আদেশ দেন।

একই সঙ্গে প্রত্নতত্ত্ব সংরক্ষণ আইন অনুযায়ী লালবাগ কেল্লাকে সংরক্ষণের নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এছাড়া লালবাগ কেল্লাকে কেন আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

সংস্কৃতি সচিব, প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক ও লালবাগ কেল্লা থানার ওসিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

লালবাগ কেল্লার দেয়াল ভেঙে গাড়ি পার্কিং করা হচ্ছে মর্মে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এরপর পত্রিকার সংবাদ সন্নিবেশিত করে রিটটি দায়ের করা হয়।



মন্তব্য চালু নেই