জাপানে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প

নেপালে পর এবার জাপানের উপকূলীয় অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর জানা সম্ভব হয়নি। সেখানে কোনো ধরনের সুনামির পূর্বাভাসও দেওয়া হয়নি।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, জাপানি দ্বীপ চিচি-শিমায় স্থানীয় সময় শনিবার ৬টা ২৩ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৭ দশমিক ৮। এটি শক্তিশালী মাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল সমুদ্রের ৬৭৭ কিলোমিটার নিচে। ওই দ্বীপে প্রায় ২০০০ লোক বাস করে।

জাপানের ভূতাত্ত্বিক এজেন্সি জানিয়েছে, ওই ভূমিকম্পনের জেরে সুনামির কোনো আশঙ্কা নেই। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপও একই তথ্য জানিয়েছে।

চিচি-শিমা ছাড়াও রাজধানী টোকিং ও এর এর আশপাশ এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পনের পর সে দেশে সুনামি হয়ে থাকে। ২০০৪ ও ২০১১ সালে সুনামিতে বেশ কয়েক হাজার লোক প্রাণ হারান।

গত ২৫ মে নেপালে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ১২ হাজার লোক নিহত হয়। আহত হয়েছে আরো প্রায় ২০ হাজার।



মন্তব্য চালু নেই