সৌদি আরবে চরমোনাই পীরের ভাই আটক

চরমোনাই পীরের ভাই ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করিমসহ ৪ জনকে আটক করেছে সৌদি গোয়েন্দা পুলিশ।

শুক্রবার রিয়াদে রাত ১২টার দিকে এক মাহফিল থেকে তাদের আটক করা হয়। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এক প্রবাসী নেতা দাবি করেন, কিছু অসাধু লোক ষড়যন্ত্র করে তাকে গ্রেফতার করিয়েছে। দলটির ওই প্রবাসী নেতা আরও জানান, গ্রেফতারকৃত দু’জন ছেড়ে দেওয়া হয়েছে। তবে অনুষ্ঠানের মূল আয়োজক সৈয়দ ফয়জুল করিমকে এখনো ছাড়েনি পুলিশ। তিনি ওমরা করতে এসে রিয়াদে কেন এসেছেন, এ ব্যাপারে বিস্তারিত জানার পর তাকে ছেড়ে দেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইউম বলেন, উনি ওয়াজ করছিলেন। অনেক লোকজন জড়ো হওয়ায় সৌদি প্রশাসন তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।

উল্লেখ্য, কোনো ধরনের সভা-সমাবেশ সৌদি আরবে নিষিদ্ধ থাকা সত্ত্বেও সমাবেশ করেছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নায়েবে আমীর সৈয়দ ফয়জুল করিম।



মন্তব্য চালু নেই