দক্ষিণ কোরিয়ায় নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাই বিচারমন্ত্রীকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন। তার নাম হুয়াং কিউ-এন। বয়স ৫৮ বছর। তিনি লী ওয়ান-কো’র স্থলাভিষিক্ত হচ্ছেন।
আজ বৃহস্পতিবার তার নাম ঘোষণা করা হয়।
বড় ধরনের ঘুষ গ্রহণের অভিযোগ উঠায় লী ওয়ান-কো’কে এপ্রিল মাসে পদত্যাগে বাধ্য করা হয়। তিনি মাত্র দু’মাস দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
প্রেসিডেন্টের মুখপাত্র কিম সুং-উ সাংবাদিকদের বলেন, সাবেক প্রসিকিউটর এবং বিচারমন্ত্রী হিসেবে দু’বছর দায়িত্ব পালন করা হুয়াং’কে দুর্নীতি বিরোধী অভিযানের অঙ্গীকার পূরণে যথাযথ ব্যক্তি বলে মনে করছেন পার্ক।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হচ্ছেন দক্ষিণ কোরিয়ার একটি প্রতীকি পদ। দেশটিতে প্রেসিডেন্টই একক ক্ষমতাধর ব্যক্তি।
সূত্র-বাসস।
মন্তব্য চালু নেই