হাজার টাকার ওপর মোবাইল ব্যাংকিং ও রিচার্জ নয়
সোমবার দুপুর থেকে থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত হাজার টাকার বেশি মোবাইল ব্যাংকিং ও রিচার্জ করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ নির্দেশনা মোবাইল ব্যাংকিং অপারেটর ও মোবাইল ফোন রিচার্জ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে জানানো শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।
এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান।
এ এফ এম আসাদুজ্জামান জানিয়েছেন, অর্নিবার্য কারণে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার তিন সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য চালু নেই